পটুয়াখালী হেতালিয়া বাধঁঘাটের বহালখাছিয়া নদী তীরবর্তী অবৈধ দখল উচ্ছেদ অভিযান

পটুয়াখালী হেতালিয়া বাধঁঘাটের বহালখাছিয়া নদী তীরবর্তী অবৈধ দখল উচ্ছেদ অভিযান

আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃ ‘নদী খাল খনন করি বাংলাদেশ রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের পরিচালনায় ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জেলার সদর উপজেলাধীন হেতালিয়া বাধঁঘাটে বহালখাছিয়া নদী তীরবর্তী অবৈধ দখল উচ্ছেদ অভিযান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ  মজিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহআলম সহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ প্রশাসন।উচ্ছেদ অভিযানে নদীর উভয় পার্শে^র ২৮টি কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।জেলা প্রশাসন সুত্র জানায়,পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধ ঘাট পয়েন্টে নদীর জায়গা দখল করে শতাধীক স্থাপনা নির্মান করে ভূমিদস্যু একটি চক্র। সকাল থেকে অবৈধ নির্মিত ২৮ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মামুনুর রশীদ জানান, নদীর জায়গা দখল করে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে। অবৈধভাবে দোকান, ক্লিনিক,ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি নির্মান করা হয়েছে। সাত দিন পূর্বে তাদের নোটিশ দেওয়া হয়েছে।  প্রাথমিকভাবে ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছদ করা হলো। ধারাবাহিক ভাবে বাকী অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নদীর মধ্যের স্থপনা যেকোন মূল্যে উচ্ছেদ করা হবে। সে ক্ষেত্রে যারা এখোনো অবৈধভাবে আছেন তাদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেয়ার আহবান জানান তিনি।